কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থী তাদের প্রতীক পছন্দ করেছেন।
জাতীয় নির্বাচনের পর মার্চের শুরুতে এক সপ্তাহের পর সিটি করপোরেশন মেয়র পদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামী ৯ মার্চ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ করা হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনের প্রচারে সক্রিয় প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনার পছন্দ বাস, সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর টেবিল ঘড়ি ও নিজাম উদ্দীন কায়সার ঘোড়া প্রতীকেই ভরসা রাখছেন। গত নির্বাচনে এ প্রতীকে দুজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
আরেক প্রার্থী মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিমের পছন্দ হাতি।
এদিকে প্রতীক পাওয়ার আগেই চার মেয়র প্রার্থী সামাজিক অনুষ্ঠানগুলোতে অংশ নিয়ে নিজেদের প্রার্থিতার জানান দিচ্ছেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র প্রার্থীদের কর্মী-সমর্থকরা ছবি ও প্রতীক পোস্ট করে শুভেচ্ছা জানিয়ে ভোটারদের দোয়া ও সহযোগিতা কামনা করছেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের মেয়ে। এবার আমাকে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীরা সমর্থন দিয়েছে।
‘আমার সাথে আমার বাবা ছাড়াও এই নগরীর আমার চাচা-চাচি, ভাই-বোন সবাই আমাকে যথেষ্ট সাহস ও সমর্থন দিচ্ছে। নির্বাচনে আমাদের নিরঙ্কুশ বিজয় হবে ইনশাল্লাহ।’
সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি এই নগরীর জন্য অনেক কিছু করেছি। নগরীর প্রতিটি অলিগলি চেনাজানা। নগরবাসী আমাকে অবশ্যই মূল্যায়ন করবে।’
নিজাম উদ্দীন কায়সার বলেন, ‘পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমি মেয়র পদে নির্বাচন করছি। আমি বিশ্বাস করি লুটপাটের এই নগরীকে বাঁচাতে নগরবাসী এবার ঘোড়া প্রতীককেই বেছে নেবে।’
মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর উর রহমান মাহমুদ তানিম বলেন, ‘মানুষ পরিবর্তন চায়। তারা পারিবারিক রাজনীতির বলয় ভেঙে কল্যাণকর রাজনীতি চায়। তাই আমি সেই পরিবর্তনের ইতিহাস রচনা করতেই প্রার্থী হয়েছি।’
কুসিক উপনির্বাচনের রিটার্নিং অফিসার মো. ফরহাদ হোসেন বলেন, আগামী ২৩ ফেব্রুয়ারি কুমিল্লা সিটি করপোরেশনে উপনির্বাচনের প্রতীক বরাদ্দ করা হবে। যেহেতু দলীয় প্রতীক নেই, তাই প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক বরাদ্দ চেয়েছেন।
কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাতের মৃত্যু হয় গত বছরের ১৩ ডিসেম্বর। তার মৃত্যুতে শূন্য হওয়া মেয়র পদে উপনির্বাচন হচ্ছে মার্চে।