দিনাজপুরের বিরল স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে খুব দ্রুত। স্থলবন্দরটি বাস্তবায়নের জন্য অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)।
নিজস্ব প্রতিনিধির মাধ্যমে ভারতের সঙ্গেও আলোচনা করে এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে বলে জানিয়েছে এডিবি কর্তৃপক্ষ।
বিরল স্থলবন্দরের রেলপথ ও সড়কপথ পরিদর্শন এবং ইমিগ্রেশন, কাস্টমস, পুলিশ ও স্থলবন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রোববার বিকেলে সাংবাদিকদের এসব কথা জানিয়েছে এডিবির প্রতিনিধি দল। দলটি স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য এই পরিদর্শন করেন। এর আগে তারা রেলপথ পরিদর্শন করেন।
এডিবির প্রজেক্ট ম্যানেজার কাজী মোহাম্মদ আশরাফুল মুনিম বলেন, ‘আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য ছিল সবার সঙ্গে আলোচনা করা। আমরা একমত হতে পেরেছি যে বিরল স্থলবন্দর হবে বাংলাদেশের একটি মডেল স্থলবন্দর। স্থলবন্দর, কাস্টমস, ইমিগ্রেশন সব কিছুই এক ছাতার নিচে রয়েছে। আমরা আশা করছি খুব শিগগিরই এই স্থলবন্দরের কার্যক্রম শুরু হবে।’
কথা হলে বিরল স্থলবন্দর লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান পাটোয়ারী মোহন বলেন, ‘এডিবি, কাস্টমস, পুলিশের সঙ্গে কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। স্থলবন্দর বাস্তবায়নের জন্য এডিবি অর্থায়নের ইচ্ছা প্রকাশ করেছে। প্রত্যাশা করা হচ্ছে খুব শিগগিরই ইমিগ্রেশন চালু হবে।’
তিনি জানান, যাত্রী পারাপার ও মালামাল আমদানি-রপ্তানির জন্য এডিবি ইচ্ছা প্রকাশ করেছে। অচিরেই ভারতীয় হাইকমিশনারের সঙ্গে আলোচনা করে এই স্থলবন্দর দিয়ে যেন যাত্রী সাধারণ চলাচল করতে পারে, সে ব্যাপারেও পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।