শেরপুরের ঝিনাইগাতীতে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত ও দুজন আহত হয়েছেন।
উপজেলার তেতুলতলা বাজারে রোববার সকাল আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় প্রাণ হারানো খোরশেদ আলম ঝিনাইগাতীর উপজেলার জুলহাস উদ্দিনের ছেলে।
আহত দুজন হলেন মাদ্রাসার শিক্ষক আবদুল কাদের ও অটোরিকশার চালক ঝিনাইগাতীর বিল্লাল হোসেন।
ফায়ার সার্ভিসের কর্মীরা আহত দুজনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শেরপুর জেলা হাসপাতালে পাঠান।
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে পানভর্তি একটি ট্রাক ঝিনাইগাতীর দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি যাচ্ছিল শেরপুর শহরের দিকে। পথে ঝিনাইগাতীর তেঁতুলতলা বাজারে অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাক। এতে অটোরিকশাটি উল্টে ট্রাকের নিচে পড়ে যায়।
ওসি জানান, ঝিনাইগাতী ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত দুজনকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।