বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন

  • নিজস্ব প্রতিবেদক   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:৪৯

শনিবার বিকেলে রূপালী বাংলাদেশ অফিসে দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন লায়েকুজ্জামান। সহকর্মীরা দ্রুত তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাংবাদিক লায়েকুজ্জামান মারা গেছেন। শনিবার সন্ধ্যায় দৈনিক রূপালী বাংলাদেশ কার্যালয়ে দায়িত্বরত অবস্থায় হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, শনিবার বিকেলে রূপালী বাংলাদেশ অফিসে দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন লায়েকুজ্জামান। সহকর্মীরা দ্রুত তাকে হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে গণমাধ্যমকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

লায়েকুজ্জামান ১৯৬৪ সালে ফরিদপুরের নগরকান্দায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান রেখে গেছেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।

সম্প্রতি ৱরূপালী বাংলাদেশ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে যোগদানের আগে দৈনিক কালের কণ্ঠে জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন লায়েকুজ্জামান। এছাড়াও তিনি দৈনিক মানবজমিন ও সকালের খবরে কাজ করেন। কলকাতা থেকে প্রকাশিত দৈনিক দিন দর্পণ পত্রিকায় বাংলাদেশ প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন তিনি।

সাংবাদিক লায়েকুজ্জামান বরাবরই ছিলেন বেশ মেধাবী। প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত হন। ১৯৮০ সালে তিনি ফরিদপুর জেলা স্কুল থেকে এসএসসি পাস করে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ জানান, রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে লায়েকুজ্জামানের প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। এরপর সকাল সাড়ে ১০টায় ডিআরইউ চত্বরে দ্বিতীয় জানাযা শেষে মরদেহ নিয়ে যাওয়া হবে জন্মস্থান ফরিদপুরের নগরকান্দায়। সেখানে তৃতীয় দফা জানাযা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।

এ বিভাগের আরো খবর