বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ভুলে ভারত সীমান্তে’, বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি যুবক

  • প্রতিবেদক, রাজশাহী ও প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ   
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:০৭

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার ভোর রাতে সীমান্তের মহানন্দা নদীতে মাছ ধরার সময় ভুলবশত ভারতীয় অংশে চলে যান জাহাঙ্গীর। ওই সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি আহত হন। তার ডান হাতে গুলি লাগে।

নদীতে মাছ ধরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

ভারতীয় সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার পোল্লা ডাঙ্গা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

আহত ২৪ বছর বয়সী জাহাঙ্গীর আলম জেলার ভোলাহাট থানার কলোনি পাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনার পর তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

জাহাঙ্গীর জানান, ভোলাহাট থানার পোলাডাঙ্গা এলাকায় নদীতে মাছ ধরার সময় তিনি ভুলবশত ভারতের অংশে ঢুকে যান। তখন বিএসএফ গুলি করলে ডান হাতের কনুইয়ে আহত হন। পরে তাকে ভোলাহাট থানা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান স্থানীয়রা।

পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে সার্জারির ওয়ার্ডে ভর্তির নির্দেশ দেন।

এ বিষয়ে ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আহত যুবক এখন রাজশাহী মেডিক্যালে ভর্তি আছে।’

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার ভোর রাতে সীমান্তের মহানন্দা নদীতে মাছ ধরার সময় ভুলবশত ভারতীয় অংশে চলে যান জাহাঙ্গীর। ওই সময় বিএসএফ সদস্যদের গুলিতে তিনি আহত হন। তার ডান হাতে গুলি লাগে।

তিনি বলেন, ‘আমরা বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে প্রতিবাদ জানিয়েছি।’

এ বিভাগের আরো খবর