মিয়ানমারে সামরিক জান্তার বাহিনীর সঙ্গে সশস্ত্র বিদ্রোহীদের চলমান সংঘর্ষে মর্টার শেল ও গুলির শব্দে এবার আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তবর্তী কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে।
এ দুই দ্বীপে বৃহস্পতিবার সকাল থেকে গুলির শব্দ পাওয়া যায়। দুপুর ১২টা পর্যন্ত গোলাগুলি অব্যাহত ছিল।
শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আবদুস সালাম বলেন, ‘মিয়ানমার অংশ থেকে অবিরাম গোলাগুলি ও মর্টার শেলের বিকট আওয়াজ শোনা যাচ্ছে। সীমান্ত দিয়ে যেন কোনো লোকজন বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য আমরা সর্তক অবস্থানে বয়েছি।’
শাহপরীর দ্বীপের জালিয়াপাড়ায় মিয়ানমার থেকে থেমে থেমে মর্টার ও গুলির শব্দ শোনা যায়। গ্রামটি সাবরাং ইউনিয়নে পড়েছে। ওই সীমান্ত এলাকায় বসবাসরত লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন।
শাহপরীর দ্বীপের বাসিন্দা আবদুল লতিফ বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি কোথাও যেন গোলাগুলির শব্দ হচ্ছে। প্রথম গাড়ির টায়ার পুড়ে গেছে মনে করছি। আবার লক্ষ করছি মিয়ানমার থেকে গোলাগুলির শব্দ হচ্ছে।’
দ্বীপের জেলে নুরুল আমিন বলেন, ‘বেলা ১১টার দিকে নৌকা ঘাটে যাই। ওই সময় গোলাগুলির শব্দ শুনি। এর আগে কখনও সীমান্ত থেকে এভাবে গুলির শব্দ শোনা যায়নি।’
এদিকে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের বাসিন্দারাও ভোর থেকে মর্টার ও গুলির শব্দ শুনেছেন। অনেকে প্রথমবার গুলির শব্দ শুনে ভয় পেয়ে যান।
দ্বীপের বাসিন্দা ইমরুল কায়েস বলেন, ‘এই প্রথমবার মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষে গোলাগুলির শব্দ নিজে শুনলাম। অনেক ভারি শব্দ। দ্বীপের সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।’
এসব বিষয়ে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ বলেন, ‘আবার হঠাৎ করে মিয়ানমারের বিভিন্ন সীমান্তে মর্টার ও গুলির শব্দ ভেসে আসছে, তবে টেকনাফ সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে।’