মানিকগঞ্জ সদরে দুই শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
উপজেলার জাগরি ইউনিয়নের উকিয়ারা এলাকায় বুধবার সকালে ওই ঘটনা ঘটে। ওই দিন রাত ১০টার দিকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে।
গ্রেপ্তার ২০ বছর বয়সী কায়ুম দেওয়ানের বাড়ি সদর উপজেলার জাগরি ইউনিয়নের উকিয়ারা এলাকায়। ওই শিশুদের বাড়ি সদর মানিকগঞ্জ উপজেলায়, যারা সম্পর্কে আপন চাচাত বোন।
এক শিশুর বাবা জানান, বুধবার সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল তার পাঁচ বছরের মেয়ে ও ছয় বছরের ভাতিজি। ওই সময় কায়ুম দেওয়ান বরই খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে তাদের দূরে নিয়ে যায়। আশপাশে লোকজন না থাকায় পাশের একটি ভুট্টা ক্ষেতে নিয়ে দুজনকে ধর্ষণের চেষ্টা করেন ওই যুবক। ওই সময় শিশুদের চিৎকারে কায়ুম পালিয়ে যান।
মানিকগঞ্জ সদর থানার ওসি হাবিল হোসেন জানান, খবর পেয়ে রাতেই কায়ুমকে আটক করা হয়। এ ঘটনায় এক শিশুর বাবা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। সেই মামলায় কায়ুমকে গ্রেপ্তার করা হয়।