বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মেঘনা নদীতে ঢাকার মাদ্রাসা ছাত্র নিখোঁজ

  • প্রতিবেদক, বরিশাল    
  • ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৪৮

বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালায়, কিন্তু নিখোঁজ সাব্বিরের এখনও কোনো সন্ধান মেলেনি।

বরিশালের হিজলায় মেঘনা নদীতে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছেন।

উপজেলার বড়জালিয়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে বলে জানান নৌ-পুলিশ পরিদর্শক তারিকুল ইসলাম।

নিখোঁজ মাদ্রাসাছাত্র হলেন ১৮ বছর বয়সী হাফেজ মো. সাব্বির। তিনি ঢাকার হাজারীবাগ এলাকার মো. মাহেবের ছেলে।

বরিশালের হিজলা উপজেলায় খালা বাড়িতে বেড়াতে ‌আসার পর মেঘনা নদীতে মামার সঙ্গে গোসল করতে গিয়ে বুধবার দুপুরে নিখোঁজ হন তিনি।

এ বিষয়ে হিজলা নৌ-পুলিশের পরিদর্শক তারিকুল ইসলাম জানান, বড়জালিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে যান সাব্বির। গতকাল দুপুর দেড়টার দিকে কেরানীগঞ্জের বাসিন্দা তার আপন মামা নাছিরউদ্দিনের সঙ্গে মেঘনা নদীতে গোসল করতে যান তিনি। সাঁতার না জানার কারণে নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হন। তাকে উদ্ধারে তল্লাশি চলছে।

উপজেলার বড়জালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোহাম্মদ আলী জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস এসে উদ্ধার তৎপরতা চালায়, কিন্তু নিখোঁজ সাব্বিরের এখনও কোনো সন্ধান মেলেনি।

এ বিভাগের আরো খবর