চুয়াডাঙ্গায় হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ৮টা ৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়, যার এটির স্থায়িত্ব ছিল ১২ সেকেন্ড।
চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাকিবুল হাসান বলেন, ‘রাত ৮টা ৭ মিনিট ১৮ সেকেন্ডে ভূমিকম্প শুরু হয়, শেষ হয় রাত ৮টা ৭ মিনিট ৩০ সেকেন্ডে। ১২ সেকেন্ড স্থায়ীত্ব হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৬ সেকেন্ড।’
তিনি বলেন, ‘ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাবনা জেলার আটঘরিয়া এলাকায়। এটি ঢাকা ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ১১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে।’
তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি বলে জানান তিনি।
চুয়াডাঙ্গার পৌর এলাকার গুলশানপাড়ার শিক্ষার্থী আল হিমেল বলেন, ‘রাতে খাওয়ার পর নিজ ঘরে পড়ছিলাম। হঠাৎ ভূমিকম্পে ঘর-বাড়ি নড়ে ওঠে। ভয় পেয়ে আমি বাইরে বের হয়ে আসি।’