সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতা ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা ১১টি মামলার শুনানি পিছিয়েছে।
বুধবার এসব মামলায় তার হাজিরার দিন ছিল। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হননি।
এ প্রেক্ষাপটে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদের শুনানির জন্য আগামী ২২ এপ্রিল নতুন দিন ঠিক করেন।
সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।
আদালত সূত্র জানিয়েছে, খালেদার ১১ মামলার মধ্যে যাত্রাবাড়ী থানায় করা একটি হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণের বিষয়ে শুনানির জন্য দিন ধার্য ছিল। আর বাকি ১০ মামলায় ছিল অভিযোগ গঠন শুনানির দিন।