চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে নিখোঁজের ১০ দিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরের কাছে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে শিশুটির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৮ বছর বয়সী আরিফা আক্তার ভোলাহাট উপজেলার খড়কপুর এলাকার মো.আহসান আলীর মেয়ে।
গত ৩ ফেব্রুয়ারি বিকেলে খেলার সময় নিখোঁজ হয় শিশু আরিফা। এ নিয়ে শিশুটির বাবা আহসান আলী মেয়ের সন্ধান চেয়ে ওই দিনই ভোলাহাট থানায় একটি জিডি করেন।
ভোলাহাট থানার ওসি সুমন কুমার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে শিশুর বস্তাবন্দি গলিত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধের জেরে কেউ শিশুটিকে হত্যা করে মরদেহ বাড়ির পেছনের একটি সীমানা প্রাচীরে ফেলে গেছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।