বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কুমিল্লা সিটির উপনির্বাচনে চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

  • প্রতিনিধি, কুমিল্লা   
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৭:১৮

মনোনয়নপত্র জমা দিয়েছেন- কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, দু’বারের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

কুমিল্লা সিটি করপোরেশনে (কুসিক) মেয়র পদে উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার বেলা ১১টা থেকে এসব মনোনয়নপত্র জমা দেয়া হয়।

মনোনয়ন পত্র জমা দিয়েছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনা, দু’বারের সাবেক মেয়র ও বহিষ্কৃত বিএনপি নেতা মনিরুল হক সাক্কু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দীন কায়সার ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর রহমান মাহমুদ তানিম।

তাদের মধ্যে সাক্কুর পক্ষে মনোনয়নপত্র জমা দেন কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক তারেক আবদুল্লাহ।

এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেও নির্দিষ্ট সময়ে জমা দেননি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, মো. মাঈন উদ্দিন, মামুনুর রশিদ মামুন ও শফিকুর রহমান।

কুসিক উপনির্বাচনের রিটার্নিং কমকর্তা মো. ফরহাদ হোসেন জানান, মেয়র পদে আটজন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। তবে শেষ দিন পর্যন্ত চারজন প্রার্থী মনোনয়ন ফরম জমা দেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই উপনির্বাচনে নগরীর ২৭টি ওয়ার্ডে ইভিএমে ভোট নেয়া হবে। এবার ২ লাখ ৪২ হাজার ৪৫৮ জন ভোটার ভোট দিতে পারবেন। তাদের মধ্যে ১ লাখ ১৮ হাজার ১৮২ জন পুরুষ এবং ১ লাখ ২৮ হাজার ২৭৮ জন নারী ভোটার। এছাড়া দুজন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন।

কুসিকে বিগত নির্বাচনে ভোটার ছিল ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। তাদের মধ্যে নারী ১ লাখ ১৭ হাজার ৯২ ও পুরুষ ভোটার ছিল ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। সে হিসাবে এবার উপনির্বাচনে পুরুষ ও নারী ভোটার বেড়েছে ১২ হাজার ৫৩৮ জন।

কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোট নেয়া হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিলের সময়সীমা ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আপিল নিষ্পত্তি ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। আর নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণ হবে ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

২০২২ সালের কুসিকের তৃতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা মনিরুল হক সাক্কুকে হারিয়ে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন নৌকা প্রতীকের আরফানুল হক রিফাত। ওই নির্বাচনে নৌকার প্রার্থী রিফাত ৫০ হাজার ৩১০ ও সাক্কু ৪৯ হাজার ৯৬৭ ভোট পান।

২০২৩ সালের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রিফাত। এরপর থেকে প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের আরো খবর