গাইবান্ধা সদরে ঋণের চাপ সইতে না পেরে রেললাইনে মাথা রেখে এক যুবক আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।
উপজেলার বালিয়াখালী ইউনিয়নের সুখান দীঘি এলাকায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৫ বছর বয়সী উৎপল চন্দ্র দাসের বাড়ি জেলার পলাশবাড়ী উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকার ভিটা গ্রামে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে সারের দোকানে কাজ করতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বোনারপাড়া রেলওয়ে পুলিশের ওসি খায়রুল ইসলাম তালুকদার নিউজবাংলাকে জানান, উৎপল নামের এক যুবক সকালে নির্জন রেললাইনে মাথা রেখে আত্মহত্যা করেন, যিনি ঋণে জর্জরিত ছিলেন। পাওনাদাররা টাকার জন্য তাকে চাপ দিচ্ছিল।
তিনি আরও জানান, পরিশোধের কোনো উপায় না থাকায় উৎপল আত্মহত্যার পথ বেছে নিয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।