চাঁদ দেখা সাপেক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্তের মুসলিমদের মতো বাংলাদেশেও সিয়াম সাধনা শুরু করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। রমজান সামনে রেখে প্রতিবারের মতো এবারও সেহরি ও ইফতারের সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।
ওই সূচিতে আগামী ১২ মার্চ, মঙ্গলবার প্রথম রোজা ধরা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ইফার দীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক আনিছুর রহমান সরকার মঙ্গলবার নিউজবাংলাকে জানান, চাঁদ দেখা সাপেক্ষে রোজার দিনক্ষণ ঠিক করা হয়। চাঁদ দেখার ওপর ভিত্তি করে রমজান শুরুর সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ১২ মার্চ, তবে চাঁদ দেখা না গেলে পরের দিন ১৩ মার্চ শুরু হবে রোজা।
ইফা গত ৫ ফেব্রুয়ারি যে সূচিটি প্রকাশ করে, তাতে প্রথম রোজার (১২ মার্চ) আগে ঢাকায় সেহরির শেষ সময় ধরা হয় ভোররাত চারটা ৫১ মিনিট। অন্যদিকে প্রথম রোজা রাখার পর ইফতারের সময় দেয়া হয় ৬টা ১০ মিনিট।
নিউজবাংলার পাঠকদের জন্য সূচিটি নিচে দেয়া হলো।