টাঙ্গাইল জেলা সাংবাদিক ফোরাম, ঢাকার ২০২৪-২৬ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরম খাঁ হলে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
খান মোহাম্মদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সাখাওয়াত হোসেন বাদশা সভাপতি ও খন্দকার আছাব মাহমুদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রফিকুল ইসলাম রতন।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর ফিরোজ, সহ-সভাপতি শেখ এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান ও শাহনাজ পারভিন এলিস, কোষাধ্যক্ষ ডি এম অমর, সাংগঠনিক সম্পাদক তৌফিক অপু, প্রচার সম্পাদক ওয়ালিদ খান, দফতর সম্পাদক হাফিজুর রহমান ও নারী বিষয়ক সম্পাদক নাজনীন লাকী।
কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। তারা হলেন- ড. হারুনুর রশিদ, একাব্বর হোসেন, আনিসুর রহমান, রেজাউল করিম, তারেক সালমান, আশরাফ সরকার, আতিকুর রহমান, ফেরদৌস সালাম, নুরুল হুদা, মুশফিক খান ও আবু মো. মাছানী।
পদাধিকারবলে সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক কার্যনির্বাহী সদস্য বলে গণ্য হবেন।
এছাড়া ফোরামের সাবেক সভাপতি সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে, যারা নির্বাহী কমিটির সঙ্গে যৌথভাবে দায়িত্ব পালন করবেন।