কক্সবাজারের উখিয়ায় জোয়ারের পানির সঙ্গে খালের ঝিরি দিয়ে মিয়ানমার থেকে অজ্ঞাত একটি মরদেহ ভেসে এসেছে। রোববার দুপুরে উপজেলার বালুখালী কাস্টমস এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, মরদেহটি মিয়ানমারের জান্তা বাহিনীর কোনো সদস্যের হতে পারে। কেননা মরদেহের মাথায় জলপাই রংয়ের হেলমেট ও গায়ে তেমনই পোশাক রয়েছে। হাতেও গ্লাভস পরা।
বালুখালীর স্থানীয় যুবক মো. হোসেন বলেন ‘মরদেহের মাথায় হেলমেটের পাশাপাশি মুখে কালির দাগ রয়েছে। দেখে মনে হচ্ছে, এটা মিয়ানমার বাহিনীর কোনো সেনা সদস্যের মরদেহ। মরদেহটি খালের ঝিরির চলন্ত পানিতে মিয়ানমারের ঢেকিবুনিয়া এলাকা থেকে ভেসে এসেছে।’
উখিয়া থানার ওসি মো. শামীম হোসেন বলেন, খালের ঝিরি দিয়ে মরদেহ ভেসে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরে এলে এ বিষয়ে বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’