মুন্সীগঞ্জের শ্রীনগরে ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।
উপজেলার কামারগাঁও প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী নীরব আহমেদ শ্রীনগর উপজেলার মধ্য কামারগাঁও এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। সে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী ছিল।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে শ্রীনগর উপজেলার কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলাকালীন ওই বিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে কয়েকজন যুবক। ওই সময় নীরব ও তার সহপাঠীরা ঘটনার প্রতিবাদ করে। এ ঘটনার জেরে শুক্রবার বিকেলে শ্রীনগর উপজেলার কামারগাঁও এলাকায় আড্ডা দেয়ার সময় নীরব ও তার সহপাঠীদের ওপর অতর্কিত হামলা চালায় উত্ত্যক্তকারীরা। ওই সময় নীরবকে ধারালো ছুরি দিয়ে মাথা ও পিঠে আঘাত করে হামলাকারীরা। পরে স্থানীয়রা নীরবকে গুরুতর আহত অবস্থায় শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক নীরবকে মৃত ঘোষণা করে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ জেলার পুলিশ সুপার মো. আসলাম খান বলেন, ‘ইভ টিজিংয়ের ঘটনার প্রতিবাদ করায় প্রতিপক্ষ নীরবকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে মাঠে কাজ করছে পুলিশ।’