বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ডোবার পানিতে ভাসছিল দুই শিশুর মরদেহ

  • প্রতিনিধি, মৌলভীবাজার   
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৪ ১৪:৪৪

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা জানান, দুই শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মৌলভীবাজারের কুলাউড়ায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

উপজেলার কাদিপুর ইউনিয়নের চুনঘর এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো দুই শিশু হলো চুনঘর এলাকার তাহির আলির মেয়ে ৭ বছর বয়সী মেঘলা বেগম ও বিল্লাল মিয়ার মেয়ে ৬ বছর বয়সী মোহনা বেগম।

দুই শিশুর পরিবারের বরাত দিয়ে কুলাউড়া থানার উপপরিদর্শক (এসআই) আতিকুল আলম জানান, বিকেল সাড়ে চারটার দিকে মেঘলা তার বাবা তাহির আলীর সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চায়। তাতে বাধা দেন তাহির আলী। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়।

তিনি আরও জানান, সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে একপর্যায়ে বাড়ির পার্শ্ববর্তী একটি ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন। পরে দ্রুত তাদের হাসপাতালে নিলে চিকিৎসক শিশু দুটিকে মৃত বলে জানান।

কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈনু মারমা জানান, দুই শিশুর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরো খবর