বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নতুন শিক্ষাক্রম কেন, জানালেন শিক্ষামন্ত্রী

  • প্রতিবেদক, রাজশাহী    
  • ৭ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৩৫

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শুধুমাত্র ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শুধু ফলাফল দিয়ে কিন্তু সার্বজনীন উন্নয়ন একটা শিক্ষার্থীর হয় না। আমরাও সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলামটা হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমরা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব।’

শুধু পরীক্ষার ফলাফল দিয়ে একজন শিক্ষার্থীকে মূল্যায়নের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে মন্তব্য করে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, এ কারণেই নতুন শিক্ষাক্রম করা হয়েছে।

বুধবার সকালে রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ৫২তম জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘শুধুমাত্র ফলাফলের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শুধু ফলাফল দিয়ে কিন্তু সার্বজনীন উন্নয়ন একটা শিক্ষার্থীর হয় না। আমরাও সেখান থেকে বেরিয়ে আসার জন্যই নতুন কারিকুলামটা হয়েছে। আমরা আশা করছি আগামী দিনগুলোতে আমরা সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে পারব।’

তিনি বলেন, মাধ্যমিক পর্যায়ে ক্রীড়াখাতে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। অংশগ্রহণকারীর দিক থেকে এটি দেশের সর্ববৃহৎ জাতীয় প্রতিযোগিতা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের নির্বাচন ইশতেহার ‘স্মার্ট বাংলাদেশ: উন্নয়ন দৃশ্যমান, বাড়বে এবার কর্মসংস্থান’ এই ঘোষণা অনুযায়ী শিক্ষায় রূপান্তরের কার্যক্রম চলমান রয়েছে। সেই লক্ষ্য বাস্তবায়নে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট প্রজন্মের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।

তিনি আরও বলেন, সেই সঙ্গে কর্মসংস্থান সংশ্লিষ্ট সব দক্ষতা আমরা শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করব। এরই অংশ হিসেবে সারা দেশ থেকে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় সাত লাখ ছাত্র-ছাত্রী আলাদা আলাদা ক্যাটাগরিতে প্রতিযোগিতা করে। চূড়ান্ত পর্বে সব ইভেন্টে সর্বমোট প্রতিযোগী রয়েছে ৮২৪ জন এর মধ্যে ছাত্র ৪৪০ জন এবং ছাত্রী ৩৮৪ জন।

এর আগে বুধবার সকালে রাজশাহী নগরীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ওই সময় শিক্ষার্থীদের পরিবেশনায় প্রদর্শিত হয় এক মনোমুগ্ধকর ডিসপ্লে।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহীর ব্যবস্থাপনায় ছয় দিনব্যাপী এই ক্রীড়াযজ্ঞের সমাপনী অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।

এ বিভাগের আরো খবর