রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশের সুযোগ দেয়া হবে না।
রাজধানীর বনানীর সেতু ভবনে বুধবার সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, ‘মিয়ানমার থেকে নির্যাতিত হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক নিয়ে সরকার সংকটে রয়েছে। নতুন করে আর কোনো রোহিঙ্গাকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না।
‘আমরা একবার উদারভাবে সীমান্ত খুলে দিয়েছিলাম। এখন সেই উদারতা দেখানোর আর কোনো সুযোগ নেই।’
মন্ত্রী বলেন, ‘২০১৭ সালে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গা নাগরিক এখন বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক যে সাহায্য ছিল, সেটা অনেক কমে গেছে। এমন অবস্থায় এই বোঝা আমরা আর কতদিন বইব?’
মিয়ানমারের সংকটকে অভ্যন্তরীণ উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটা মিয়ানমারের নিজস্ব সমস্যা। আরাকান আর্মিদের তাদের দেশের সমস্যা। তাদের ইন্টারনাল বিষয় নিয়ে তারা কী করবে, সেটা তাদের ব্যাপার।
‘তাদের সমস্যার জন্য আমাদের এখানে যেন কোনো শঙ্কা বা উদ্বেগ না হয়, সে বিষয়ে যারা যারা সংশ্লিষ্ট তাদের সঙ্গে কথা বলব।’
মন্ত্রী জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ভারতে গিয়েছেন। চীনের সঙ্গেও এ ব্যাপারে আলোচনা করা হবে। বিজিপির যে সদস্যরা পালিয়ে এসেছেন, তাদের ফেরত নিতে এরই মধ্যে মিয়ানমার সরকারকে বলা হয়েছে। তাদের রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছে।
মিয়ানমার ইস্যুতে বিএনপি সরকারের পররাষ্ট্রনীতিকে ‘নতজানু’ হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তা নিয়ে চিন্তা করা অথবা কথা বলার সময় নেই।
তিনি বলেন, ‘বিএনপির নির্বাচনে না আসা, আন্দোলনে ব্যর্থতা সব মিলিয়ে তাদের মধ্যে অনেক হতাশা। এসব হতাশা থেকেই তারা এখন আবোল-তাবোল উক্তি দিচ্ছে। ‘আমাদের বিরোধিতা করতে কিছু না কিছু তো তাদের বলতেই হবে। সে ক্ষেত্রে সরকারের খারাপটাই বলতে হবে। এগুলোর কোনো বাস্তবতা নেই। আর এগুলো নিয়ে আমাদের কোনো মাথাব্যথাও নেই।’