নেত্রকোনার আটপাড়া উপজেলায় চার বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার সৎ মাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার দুপুরে নিহত শিশুটির মা আলেহা বেগম বাদী হয়ে আটপাড়া থানায় মামলা করেন। এই মামলায় সৎ মা মমতা বেগমকে একমাত্র আসামি করা হয়।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মামলায় মমতাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জানা গেছে, নিহত দিয়ামনি দুওজ ইউনিয়নের রবিয়ারগাতি গ্রামের শাহ আলম মিয়া ও আলেহা বেগম দম্পতির মেয়ে। কিছুদিন আগে শাহ আলম আলেহাকে ছেড়ে মমতা বেগম নামে এক নারীকে দ্বিতীয় বিয়ে করেন। তখন আলেহা তাদের সন্তান দিয়ামনিকে স্বামীর কাছে রেখে ঢাকায় চলে যান।
পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে দিয়ামনি স্থানীয় ঈদগাহ মাঠে খেলাধুলা করছিল। তখন মমতা বেগম তাকে টেনে হিঁচড়ে ঘরের ভেতরে নিয়ে মারধর করেন। এর কিছুক্ষণ পর প্রতিবেশীরা মমতা বেগমের কান্না শুনতে পান। তখন প্রতিবেশীদের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন। বিকেল ৪টার দিকে পুলিশ গিয়ে ঘরের বিছানার ওপর শিশুটির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেন। এ ছাড়া মমতা বেগমকেও আটক করেন।
আটপাড়া থানার ওসি জানান, শিশুটির নাকেমুখে আঘাতের চিহ্ন রয়েছে। সোমবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে। তা ছাড়া সোমবার দুপুরে শিশুটির মা আলেহা বেগম মামলা করার পর মমতাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।