মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছে।
উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো ১৭ বছর বয়সী কলেজছাত্রী স্বর্ণা আক্তার ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে। সে দোহার পদ্মা কলেজে পড়ত।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা-দোহার সড়কের দোহারগামী রাস্তায় এক যুবকের মোটরসাইকেলে বালাসুর বাজার থেকে আল-আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ওই কলেজছাত্রী মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই সে নিহত হয়। দুর্ঘটনার পরে ওই যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
শ্রীনগর থানার ওসি আবদুল্লা আল তাইবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ পুলিশ হেফাজতে থানায় রাখা হয়েছে।