চট্টগ্রামের সীতাকুণ্ডে বিয়ের দুদিন পর বাইক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক।
উপজেলার ডিসি পার্ক এলাকায় বাইকে লরির ধাক্কা লেগে রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
প্রাণ হারানো রায়হান উদ্দিন চট্টগ্রামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে মান নিয়ন্ত্রক (কিউসি) হিসেবে কাজ করতেন। তিনি হাটহাজারীর বাথয়া এলাকার প্রয়াত নাজিম উদ্দিনের ছেলে।
রায়হানের পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম নগরীর কাটগরের অফিস থেকে সহকর্মী মুমিনকে নিয়ে মোটরসাইকেলে করে ফেরার পথে সীতাকুণ্ডের ডিসি পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় তাদের বহনকারী বাইককে। দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা পর গুরুতর আহত অবস্থায় পথচারীরা দুইজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে রায়হানের মৃত্যু হয়।
আহত মুমিনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
দুই দিন আগে শুক্রবার রায়হানের সঙ্গে বিয়ে হয় সানজিদার। রায়হানের নিজ ফেসবুক প্রোফাইলে দেয়া ওই দিনের একটি পোস্ট থেকে বিষয়টি জানা যায়।
সীতাকুণ্ড থানার ওসি কামাল উদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা করছি।’