বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া গুলিতে বাংলাদেশি আহত

  • প্রতিনিধি, বান্দরবান   
  • ৪ ফেব্রুয়ারি, ২০২৪ ১৩:৫৮

ঘুমধুম ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফাতেমা বেগম বলেন, ‘সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ হচ্ছে। স্থানীয়রা ভয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক পরিবার সারা রাত না ঘুমিয়ে বসে ছিল।’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রু সীমান্তের মিয়ানমারে অভ্যন্তরে সামরিক জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সংগঠন আরকান আর্মির তুমুল লড়াই চলছে।

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সকাল থেকে লাগাতার গোলাগুলি ও মার্টারশেল নিক্ষেপ চলছে।

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত হয়েছেন পবীন্দ্র ধর নামের বাংলাদেশি এক নাগরিক। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহত বাংলাদেশি তুমব্রুর হিন্দুপাড়ার বাসিন্দা।

কেঁপে উঠছে ঘুমঘুম-তুমব্রু

এদিকে লাগাতার গোলাগুলি, মর্টারশেল নিক্ষেপ ও রকেট লঞ্চার বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠছে সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম-তুমব্রুর বিস্তীর্ণ এলাকা। গুলির অংশ ও রকেট লঞ্চারের ভগ্নাংশ উড়ে এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম-তুমব্রু এলাকায় বসতঘরের ওপর।

এ ঘটনায় কেউ নিহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। অনেকেই আতঙ্ক, উৎকণ্ঠায় ঘরে বসে নির্ঘুম রাত কাটিয়েছেন। ভয়ে ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতেও পারছেন না অভিভাবকরা।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের নারী সদস্য ফাতেমা বেগম বলেন, ‘সীমান্তে ব্যাপক গোলাগুলির শব্দ হচ্ছে। স্থানীয়রা ভয়ে বিভিন্ন স্থানে আশ্রয় নিয়েছেন। অনেক পরিবার সারা রাত না ঘুমিয়ে বসে ছিল।

‘সীমান্তের এপারে তুমব্রু ঘোনাপাড়ায় বিস্ফোরিত রকেট লঞ্চার এসে পড়েছে এবং সীমান্তের বাইশপাড়ীর একটি ঘরের চালের ওপর বিস্ফোরিত রকেট লঞ্চার এসে পড়েছে। এ ঘটনার পর থেকে অনেকে ঘরের বাইরে যেতেও ভয় পাচ্ছেন।’

এ বিভাগের আরো খবর