মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাগুলির মধ্যে রোববার পালিয়ে বাংলাদেশে ঢুকে পড়েছেন দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ১৪ সদস্য।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দায়িত্বশীল সূত্র নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীকে একাধিকবার কল করেও পাওয়া যায়নি।
মিয়ানমারের বিপরীতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে রোববার সকাল থেকে মুহুর্মুহু গুলি ও মর্টারশেলের শব্দ শোনা যাচ্ছে। এ থেকে ধারণা করা হচ্ছে সীমান্তের ৩৪ নম্বর পিলারের মিয়ানমার অংশে মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে।
একটি ভিডিওতে দেখা যায়, গোলাগুলির মধ্যে উপায় না দেখে ১৪ জনের মতো বিজিপি সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। সকালে তুমব্রু সীমান্তের বাংলাদেশ অংশে ঢোকেন তারা।
এর আগে শনিবার রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল এসে পড়ে তুমব্রু সীমান্তের কোনারপাড়ার ইউনুছ ওরফে ভুলুর বাড়িতে।
ওই বাড়ির টিন ছিদ্র হয়ে মর্টারশেলটি ভেতরে এসে পড়ে। ভেতরে পরিবারের সদস্যরা না থাকায় হতাহত হননি কেউই।