বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারায়ণগঞ্জে বিআইডব্লিউটিএর গুদামে ফের ভয়াবহ আগুন

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ    
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৪ ১৫:৩০

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুপুরে খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর ৪ নম্বর গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রাবার রাখা ছিল, সেগুলো থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। এ সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।

নারায়ণগঞ্জে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামে মজুতকৃত প্লাস্টিক পাইক ও রাবারসহ জাহাজের বিভিন্ন মালামাল আগুনে পুড়ে গেছে।

শহরের খানপুর এলাকার ওই গুদামে শনিবার বেলা সোয়া একটার দিকে আগুনের সূত্রপাত হয়।

গুদামটিতে বিআইডব্লিউটিএর জাহাজের বিভিন্ন মালামাল রাখা হয়। সেখানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।

২০১৮ সালের নভেম্বর মাসেও একই স্থানে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খানপুর বরফকল এলাকার শীতলক্ষ্যা নদীর তীরে বিআইডব্লিউটিএর ৪ নম্বর গুদামের পাশে ড্রেজিংয়ের যে প্লাস্টিকের পাইপ ও রাবার রাখা ছিল, সেগুলো থেকে আগুনের সূত্রপাত হয়। প্রথমে ভেতরে থাকা কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা চালান, তবে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ওই সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়ে।

আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। তবে বেলা সাড়ে তিনটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন আহামেদ বলেন, ‘আগুনে গুদামে থাকা বিপুল পরিমাণ প্লাস্টিকের পাইপ, রাবার পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সাতটি ইউনিট কাজ করছে। যেখানে আগুন জ্বলছে, তার পাশেই একটি কেমিক্যাল গুদাম আছে। শীতলক্ষ্যা নদী থেকে পানি এনে আগুন নির্বাপণের চেষ্টা চলছে।

‘ধারণা করা হচ্ছে পরিত্যক্ত জায়গায় মজুতকৃত পাইপ বা রাবার থেকে আগুনের সূত্রপাত। সেখানে আগের একটি আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত মালামাল রাখা ছিল, তবে অগ্নিকাণ্ডে কেউ হতাহত বা দগ্ধ হয়নি।’

আগুনে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানায়নি ফায়ার সার্ভিস।

এ ঘটনায় এখন পর্যন্ত বিআইডব্লিউটিএর সংরক্ষণ বিভাগের কোনো কর্মকর্তার মন্তব্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর