কুড়িগ্রামে ব্যক্তিগত উদ্যোগে নদীর বুকে জেগে ওঠা চরের সাড়ে তিন একর জমি লিজ নিয়ে ক্রিকেট অ্যাকাডেমি প্রতিষ্ঠা করেছেন লাকু।
প্রত্যয় ক্রিকেট অ্যাকাডেমির উদ্যোগে ভাওয়াইয়া যুবরাজ কছিম উদ্দিনের স্মরণে শুক্রবার সকালে অ্যাকাডেমির মাঠে ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল। ওই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন এস.এম আমিনুল ইসলাম ও প্রত্যয় ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা লাকু।
কুড়িগ্রামের কৃতি ক্রিকেটার লাকু ঢাকায় প্রথম বিভাগ ক্রিকেট টুর্নামেন্ট খেলার সময় আহত হওয়ার পর কুড়িগ্রামে ফিরে যান। তার দীর্ঘদিনের স্বপ্ন ছিল ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার। সেই লক্ষ্যে অনেক খোঁজ-খবরের পর কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে ধরলা নদীর তীরবর্তী পাঙ্গার চরে প্রায় সাড়ে সাত লাখ টাকায় ৩ দশমিক ৫ একর জমি লিজ নিয়ে সেখানে ক্রিকেট অ্যাকাডেমির কার্যক্রম শুরু করেন।
এ অ্যাকাডেমি গড়ে তুলতে পরিবারসহ নিজের জমানো ১৭ লাখ টাকা ব্যয় করেছেন বলে জানান লাকু।
প্রত্যয় ক্রিকেট অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নাজমুল হুদা লাকু বলেন, ‘ঢাকায় খেলতে গিয়ে কবজিতে আঘাত পেয়ে মাঠ থেকে ছিটকে যাই, কিন্তু ক্রিকেট আমার রক্তে। তাই কুড়িগ্রামে ফিরে এসে স্টেডিয়ামে যুক্ত হই, এখানে আলাদা কোনো মাঠের প্রয়োজন অনুভব করি।
‘পরে সঞ্চিত অর্থ ও বাবা এবং ভাইয়ের সহযোগিতা নিয়ে সদর উপজেলার পাঙ্গার চরে ধরলা নদীর তীর ঘেঁষে উঁচু এলাকা খুঁজে পাই এবং গ্রামবাসীকে আমার স্বপ্নের কথা বলি। তারাই আগ্রহ দেখিয়ে আমাকে সাড়ে ৩ একর জমি ৫ বছরের জন্য লিজ প্রদান করেন।’
একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলার স্বপ্নের কথা জানান লাকু।
টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আহসান হাবীব নীলু জানান, লাকু ক্রিকেট পাগল ছেলে। জেলার বয়সভিত্তিক খেলোয়াড় সৃষ্টিতে কাজ করে যাচ্ছেন তিনি। অ্যাকাডেমিটিকে বড় করতে হলে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
সাংবাদিক সফি বলেন, ‘শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজন রয়েছে। এটা মা-বাবাকে বুঝতে হবে।’
লাকুর পাশে দাঁড়ানো উচিত জানিয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক দুলাল বলেন, ‘ব্যক্তিগতভাবে ক্রিকেট অ্যাকাডেমি গড়ে তোলা অনেক কঠিন কাজ। সেই কাজ শুরু করেছে লাকু।’
অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সিভিল সার্জন আমিনুল ইসলাম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে সহযোগিতা করতে আহ্বান জানান।