গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আধুনিক মানের মিষ্টি তৈরির যান্ত্রিক কারখানা চালু করেছে একটি প্রতিষ্ঠান।
উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মাশক পূর্বপাড়া গ্রামে শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে এ কারখানার উদ্বোধন করা হয়।
জাহাঙ্গীর আলমের মালিকানাধীন মেসার্স জুহি লাবিব ডেইরি ফার্ম লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ‘সারাহ্ মিষ্টি ভান্ডার’ নামের কারখানাটি চালু করা হয়। এতে হাতের কোনো স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে নানা ধরনের মিষ্টি তৈরি করা হবে।
কারখানায় জুহি লাবিব ডেইরি ফার্মের দুধ দিয়ে তৈরি বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্যও তৈরি করা হবে।
পণ্যগুলোর মধ্যে রয়েছে রসগোল্লা, ছানা মিষ্টি, রসমালাই, বিভিন্ন ধরনের দই, মাঠা, তরল দুধ, লাবাং, পনির, ঘি, গুঁড়া দুধ ইত্যাদি।