নাটোরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী এক দম্পতি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও দুজন।
বুধবার দুপুরে শহরের রামাইগাছি এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার লালপুর উপজেলার ধুপইল এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী আব্দুর রহিম ও তার স্ত্রী ৪০ বছর বয়সী রওশন আরা।
নাটোর সদর থানার উপ-পরিদর্শক ফরহাদ হোসেন জানান, বাগাতিপাড়ার ধুপইল বাজার থেকে আব্দুর রহিম ও তার স্ত্রী অটোরিকশায় চড়ে শহরে আসছিলেন। অটোরিকশাটি শহরের রামাইগাছি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং যাত্রী রওশন আরা ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তার স্বামী আব্দুর রহিমসহ আর তিনজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন।
আহত বাকি দুইজন হলেন- অটোরিকশার চালক নাটোর শহরের মল্লিকহাটি মহল্লার মৃত জনাব আলীর ছেলে তোফাজ্জ্বল এবং বাগাতিপাড়া উপজেলার সোনাপুর ডুমরাই গ্রামের মজনু মিয়ার স্ত্রী সেলিনা খাতুন। তারা দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন।
এসআই ফরহাদ হোসেন বলেন, ‘পুলিশ শ্যামলী পরিবহনের বাসটিকে আটক করলেও বাসের চালক ও তার সহকারী পালিয়ে যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’