বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশে গ্রেপ্তার বিরোধীদের স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ যুক্তরাষ্ট্রের

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩১ জানুয়ারি, ২০২৪ ১২:১২

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘আমি দুটি বিষয় বলব। প্রথমত, আমরা গ্রেপ্তার সব ব্যক্তির জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি। একই সঙ্গে আমরা বিরোধী দলগুলোর সদস্য ও গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থবহভাবে অংশগ্রহণের সুযোগ দিতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি এবং এ দৃষ্টিকোণকে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্তি অব্যাহত রাখব।’

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে গ্রেপ্তার বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতা-কর্মীদের জন্য স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতের তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তাগিদ দেন মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে প্রশ্নকারী সাংবাদিক মিলারের উদ্দেশে বলেন, “মানবাধিকার কমিশন (জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশন) বাংলাদেশে আটক রাজনৈতিক কর্মীদের অবিলম্বে মুক্তির আহ্বান জানিয়েছে। (বাংলাদেশ) সরকার ৭ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচনে কারসাজি করতে বিরোধী দলের ২৫ হাজার সদস্যকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে বিরোধীদলীয় শীর্ষ নেতারা, বিএনপি নেতারা রয়েছেন। নির্বাচনপূর্ব ভিসা কড়াকড়ি নীতির আলোকে কর্তৃত্ববাদী সরকার কর্তৃক গণতন্ত্র খর্ব করার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র?”

জবাবে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, ‘বাংলাদেশে সংসদ নির্বাচন নিয়ে আমাদের উদ্বেগের বিষয়ে আমাকে এর আগে বলতে শুনেছেন। আমরা একে (নির্বাচন) অবাধ ও সুষ্ঠু পাইনি। আমরা একই সঙ্গে নির্বাচনের প্রাক্কালে হাজারো রাজনৈতিক বিরোধীকে গ্রেপ্তারের বিষয়ে আমাদের উদ্বেগ জানিয়েছি।

‘আমি দুটি বিষয় বলব। প্রথমত, আমরা গ্রেপ্তার সব ব্যক্তির জন্য সুষ্ঠু ও স্বচ্ছ আইনি প্রক্রিয়া নিশ্চিতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি। একই সঙ্গে আমরা বিরোধী দলগুলোর সদস্য ও গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নাগরিক জীবনে অর্থবহভাবে অংশগ্রহণের সুযোগ দিতে বাংলাদেশ সরকারকে তাগিদ দিচ্ছি এবং এ দৃষ্টিকোণকে এগিয়ে নিতে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্তি অব্যাহত রাখব।’

এ বিভাগের আরো খবর