বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সবুজ গ্রুপের হামলায় চোখ হারানোর শঙ্কায় ছাত্রলীগ নেতা

  • প্রতিবেদক, চট্টগ্রাম   
  • ৩০ জানুয়ারি, ২০২৪ ২১:৪১

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের পক্ষের নেতা-কর্মীদের হামলায় আহত সৈয়দ মোস্তফা সাদিক রিজভী কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে যেতে বলেছেন।

চট্টগ্রাম কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুভাষ মল্লিক সবুজের পক্ষের নেতা-কর্মীদের হামলায় চোখ হারানোর শঙ্কায় পড়েছেন আরেক ছাত্রলীগ নেতা। আহত ওই ছাত্রলীগ নেতার নাম সৈয়দ মোস্তফা সাদিক রিজভী। তিনি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

রিজভী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা চক্ষু হাসপাতালে পাঠানোর পরার্মশ দিয়েছেন চিকিৎসকেরা।

মঙ্গলবার চট্টগ্রাম নগরের চকবাজার থানায় এ ঘটনায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন ভুক্তভোগী সৈয়দ মোস্তফা সাদিক রিজভী।

জিডিতে রিজভী উল্লেখ করেন, ‘২৮ জানুয়ারি আনুমানিক দুপুর ১২টার দিকে উচ্চশিক্ষার জন্য বিদেশ যেতে আমার সার্টিফিকেট সত্যায়িত করতে কলেজে যাই। বাংলা বিভাগের সামনে আমার কিছু রাজনৈতিক বড় ভাইয়ের সঙ্গে দেখা হয়। পরে কলেজে আসার কারণ জানতে চান তারা। কারণ জানানোর পরও হঠাৎ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মনির রায়হানের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।

‘শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও সমাজ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জিয়াউদ্দনি আরমান, শাখা ছাত্রলীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইতিহাস চতুর্থ বর্ষের ছাত্র মোহাম্মাদ ফয়সাল, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কলেজের ভূগোল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আব্দুর রাজ্জাক, শাখা ছাত্রলীগের উপ-গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও বাংলা চতুর্থ বর্ষের ছাত্র মো. নোমান শিমূ ও ইংরেজি বিভাগের জনি ও এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিব বাবু আমাকে বেধড়ক মারধর শুরু করে। পরে কলেজের শিক্ষকরা এগিয়ে এলে ওরা আমাকে মাটিতে ফেলে রেখে চলে যায়।’

হামলাকারীরা কলেজে আবার দেখলে মেরে ফেলার হুমকিও দেন বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘হামলাকারীরা আমাকে নানা মাধ্যমে প্রতিনিয়ত হুমকি দিয়ে আসছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নিলে আরও বড় ধরনের ক্ষতি করবে বলেও হুমকি দিচ্ছে তারা। এমন পরিস্থিতিতে একদিকে চোখের ব্যথা অন্যদিকে হুমকির কারণে আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছি।’

এই বিষয়ে জানতে চাইলে সুভাষ মল্লিক সবুজ বলেন, ‘ছোট ভাইদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। আমি সবাইকে ডেকেছি, বসে মিমাংসা করে দিচ্ছি।’

চকবাজার থানায় সাধারণ ডায়েরির বিষয়ে নিশ্চিত করেছেন থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর।

এ বিভাগের আরো খবর