শেরপুরের ঝিনাইগাতীতে সীমান্তবর্তী গারো পাহাড় থেকে এক রাখালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
গারো পাহাড়ের তাওয়াকুচা এলাকার সেগুনের চালি নামক স্থান থেকে সোমবার রাত ৯টার দিকে এলাকাবাসী ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বলে জানায় পুলিশ।
প্রাণ হারানো নুরুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার গুরুচরণ দুধনই গ্রামের প্রয়াত সাহার উদ্দিনের ছেলে।
ঝিনাইগাতী থানার ওসি বছির আহমেদ বাদল এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে গরুর পাল নিয়ে গারো পাহাড়ের তাওয়াকুচায় যান নুরুল। রাত হয়ে গেলে গরুর পাল বাড়িতে ফিরে আসে, কিন্তু বাড়ি আসেনি নুরুল ইসলাম।’
তিনি জানান, নিহত নুরুল ইসলামের মুখের বাম পাশে থেতলানো দেখা যায়। ধারণা করা হচ্ছে, হাতির পায়ে পিষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে। এসব এলাকায় হাতির চলাচল আছে।
ওসি বাদল জানান, তার মরদেহ বিনা ময়নাতদন্তের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।