বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সন্তানের খাবার কিনে বাড়ি ফেরা হলো না মায়ের

  • প্রতিনিধি, নওগাঁ    
  • ২৮ জানুয়ারি, ২০২৪ ১২:০৫

বদলগাছী থানার ওসি মাহবুব আলম বলেন, ‘থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

নওগাঁর বদলগাছী উপজেলায় নির্মাণাধীন সড়কে রোড লেভেলিং মেশিনের চাপায় এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

উপজেলার চারমাথা বাজার এলাকায় শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

প্রাণ হারানো ৪০ বছর বয়সী গৃহবধূ মালা নওগাঁর সদর উপজেলার চন্ডিপুর গ্রামের স্বপনের স্ত্রী। তিনি বদলগাছীর পিন্ডিরা গ্রামে ভাড়া থাকতেন। আহত ২০ বছর বয়সী শারমিন বদলগাছীর জিধিরপুর গ্রামের মিলটনের স্ত্রী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে মাতাজি থেকে আসা রোড লেভেলিং মেশিন নওগাঁর দিকে নিয়ে যাওয়ার সময় বদলগাছী উপজেলার চারমাথা মোড়ে এসে বন্ধ হয়ে যায়। চালু করার জন‍্য রোড লেভেলিং মেশিনটিকে ট্রাকের সাহায্যে ধাক্কা দিলে ব্রেকের বেল্ট ছিঁড়ে রাস্তায় খাবার নিয়ে দাঁড়িয়ে থাকা মালার ওপর ওঠে যায়। এতে ঘটনাস্থলেই মালা নিহত হন।

তারা আরও জানান, এ ঘটনায় স্থানীয়রা আহত শারমিনকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেন। খবর পেয়ে বদলগাছী থানার পুলিশ এবং ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসেন।

নিহতের স্বজনরা জানান, মালা সন্তানের খাবার কেনার জন‍্য বাজারে গিয়েছিলেন।

এ বিষয়ে বদলগাছী থানার ওসি মাহবুব আলম বলেন, ‘থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবার অভিযোগ দিলে আইনি পদক্ষেপ নেয়া হবে।’

এ বিভাগের আরো খবর