উত্তর দিক থেকে বয়ে আসা হিমেল বাতাসের কারণে গত কয়েকদিন থেকেই সীমান্ত সংলগ্ন জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ওঠানামা করছে তাপমাত্রা।
পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র রোববার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশ ও এ মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।
গত কয়েক সপ্তাহ ধরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত এ জনপদ। তীব্র শীতে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে শিশু ও বৃদ্ধরা। মাঝেমধ্যে সূর্য উঁকি দেয়ার চেষ্টা করলেও মুহূর্তেই মেঘ এসে তা ঢেকে ফেলছে। এদিকে সন্ধ্যা থেকেই ভারি কুয়াশায় ঢেকে যায় গোটা জেলা।
বিভিন্ন জায়গায় দেখা যায়, দিনভর আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন শীতার্ত মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বলেন, ‘উত্তর দিক থেকে বয়ে আসা হিমালয়ের হিম বাতাসের কারণে তাপমাত্রা ওঠানামা করছে। আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। যা সারা দেশ ও এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। শীতের এই তীব্র প্রকোপ থাকবে শেষ জানুয়ারি পর্যন্ত।’
এর আগে শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, চলতি শীতে জেলার পাঁচ উপজেলায় এ পর্যন্ত মোট ৫০ হাজারের মতো শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।