সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দরের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রামে ফিরে এসেছে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে ভারতের আকাশ থেকে ১৪৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রামে ফিরে আসে বিমানটি।
শনিবার রাত সাড়ে ১১টার দিকে ওই ফ্লাইটের যাত্রীদের খাবারের ব্যবস্থা করেছে এয়ার অ্যারাবিয়া কর্তৃপক্ষ। এখনও পুনরায় উড্ডয়নের সময় নির্ধারিত হয়নি, তবে দ্রুত সময়ে যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা চলছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় এবিওয়াই-৫২০ ফ্লাইটটি ১৪৯ জন যাত্রী নিয়ে চট্টগ্রাম থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহর উদ্দেশে উড্ডয়ন করে। উড্ডয়নের এক ঘণ্টার বেশি সময় পর কলকাতার দিকে পৌঁছালে কিছু যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে সেখান থেকে পুনরায় রাত ৯টা ৩৭ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে বিমানটি।
এরপর থেকেই বিমানের যান্ত্রিক ত্রুটির কারণ বের করে সারানোর চেষ্টা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, তবে রাত সাড়ে ১১টা পর্যন্ত ত্রুটি সারানো না যাওয়ায় যাত্রীদের খাবারের ব্যবস্থা করা হয়।
এই বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ বলেন, ‘দ্রুত যান্ত্রিক ত্রুটি সারানোর চেষ্টা চলছে। এখন যাত্রীদের একটি লাউঞ্জে নিয়ে খাবার দেয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিমানটি রাতে যেতে পারবে না, তাই যাত্রীদের হোটেলে নিয়ে যাওয়া হবে।’