দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে দেশটির জোহোনেসবার্গে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের সামনে গুলিবিদ্ধ হন তিনি।
নিহত নুরুল হুদা লিটন ফেনীর দাগনভূঞা পৌরসভার পূর্ব জগতপুর গ্রামের এবাদুল হকের ছেলে।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ সবুজ জানান, শুক্রবার রাতে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে গাড়িতে ওঠার সময় ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা শওকত মাহমুদ জানান, ২০১৩ সালে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান লিটন। আগামী তিনি ১৫ ফেব্রুয়ারি দেশে ফিরে বিয়ে করার কথা ছিলো।
দাগনভূঞা পৌরসভার মেয়র ওমর ফারুক খান বলেন, ‘লিটনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।’
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী এবাদুল হকের তিন ছেলে ও তিন মেয়ের মধ্যে লিটন ছিলেন সবার বড়। মেঝো ভাই সৌদি আরবে এবং ছোট ভাই মিঠু দক্ষিণ আফ্রিকায় লিটনের সঙ্গে থাকতেন।