বরিশালে দুর্বৃত্তের ছোড়া অ্যাসিড জাতীয় তরলে শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে ১৮ মাস বয়সী এক শিশুর। সেইসঙ্গে দগ্ধ হয়েছেন বাবা-মাও।
সদর উপজেলার চর নেহালগঞ্জ এলাকার রশিদ হাওলাদারের বাড়িতে শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
দগ্ধ দিনমজুর রিয়াজ হাওলাদার ও তার স্ত্রী খাদিজা বেগমসহ তাদের সন্তান বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান বরিশাল মেট্রোপলিটনের বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।
তিনি শনিবার দুপুরে জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
রিয়াজ হাওলাদার জানান, প্রতিবেশী ও সম্পর্কে চাচাত ভাই ফিরোজ ও মিরাজদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে তাদের। এ ছাড়া কয়েক বছর আগে লাখ টাকা ধার নেয় ফিরোজ ও মিরাজ। আর ওই পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছিলেন তারা।
রিয়াজ বলেন, ‘ঘটনার সময় বিছানায় আমি ও আমার স্ত্রী খাদিজা বেগম এবং ১৮ মাসের শিশু সন্তান বিছানার ওপর শোয়া ছিলাম। শুক্রবার রাত ৯টার পরে হঠাৎ করে কারা যেন বসতঘরের জানালা দিয়ে তরল অ্যাসিড নিক্ষেপ করে।
‘তাদের ছোড়া অ্যাসিডে আমার স্ত্রীর শরীরের পেছনের অংশ, মেয়ে ও আমার মুখমণ্ডলসহ বেশ কিছু অংশ পুড়ে ফোসকা পড়ে গেছে।’
এ ঘটনায় চাচা খালেক হাওলাদারের ছেলে ফিরোজ ও মিরাজের সঙ্গে নিজাম ও নাসিরকে দায়ী করেছেন রিয়াজ।