ময়মনসিংহের ভালুকায় গাড়িচাপায় এক যুবক নিহত হয়েছেন।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের আমতলি বাজার এলাকায় শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৩৮ বছর বয়সী নুরে আলম মিঠু ভোলা সদর উপজেলার বাসিন্দা। তিনি ভালুকার স্কয়ার মাস্টারবাড়িতে ভাড়া বাসায় থেকে চাকরি করতেন।
ভরাডোবা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মিঠু তার দুই বন্ধুকে নিয়ে বাইকে করে সিডস্টোর থেকে স্কয়ার মাস্টারবাড়ি যাচ্ছিলেন। আমতলি বাজার এলাকা পর্যন্ত এসে একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক নিয়ে সড়কে পড়ে যান তারা।
‘ওই সময় অজ্ঞাত একটি মিঠুকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ ঘটনায় বাইকে থাকা তার দুই বন্ধু আহত হন।’