গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেপরোয়া গতির প্রাইভেটকার চাপায় হরেন দাস ও প্রতাপ দাস নামের দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যার পর গাইবান্ধা-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের নাকাইহাটের ধর্মপুর বাজারে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
৪৫ বছর বয়সী নিহত হরেন দাস ধর্মপুর এলাকার নরেন দাসের ছেলে এবং ৩০ বছর বয়সী প্রতাপ একই এলাকার মহেন্দ্র চন্দ্রের ছেলে। তারা দুজনেই স্থানীয় বাজারের মাছ ব্যবসায়ী ছিলেন।
দূর্ঘটনার বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘নাকাইহাটের দিক থেকে ছেড়ে আসা একটি বেপরোয়া গতির প্রাইভেটকার ধর্মপুর মাছের বাজারে ঢুকে এলোপাতাড়িভাবে বেশ কয়েকজনকে আকস্মিক চাপা দেয়। এতে অন্তত ছয়জন আহত হন।
‘স্থানীয়রা আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসাধীন অবস্থায় প্রতাপ ও হরেন নামের দুজনের মৃত্যু হয়। পরে আহতদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয় এবং একজনকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেয়া হচ্ছে।’
ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহায়তায় ঘাতক প্রাইভেটকারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।