জ্বালানি হিসেবে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করায় মাদারীপুরের তিনটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
ভাটাগুলোতে কাঠ পোড়ানোর অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযানে নেতৃত্ব দেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তথা এসি (ল্যান্ড) খাদিজা আক্তার ও মাদারীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফুয়াদ।
সদর উপজেলার পাঁচখোলা এলাকায় বৃহস্পতিবার বিকেলে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় সরকারি আইন অমান্য করে গড়ে উঠেছে একাধিক ইটভাটা। অভিযানে কাঠ পোড়ানোর সত্যতা পাওয়ায় জেএসবি ইটভাটার মালিক সোবহান মিয়াকে দুই লাখ টাকা ও এমআরকে-০১ এবং এমআরকে-০২ নামের দুটি ইটভাটার মালিক রহিম খানকে দুই লাখ করে চার লাখ টাকা জরিমানা করা হয়। পরে ফায়ার সার্ভিসের সমন্বয়ে পানি ছিটিয়ে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখা হয়।
ভ্রাম্যমাণ আদালত জানায়, জনস্বার্থে ইটভাটার এমন কার্যক্রম বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মাদারীপুর সদর উপজেলার এসি (ল্যান্ড) খাদিজা আক্তার বলেন, ‘দীর্ঘদিন পাঁচখোলা এলাকার বেশ কয়েকটি ইটভাটায় গাছপালা পোড়ানো হচ্ছে। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। এমন অভিযোগের সত্যতা পাওয়ায় তিনটি ইটভাটার মালিককে দুই লাখ টাকা করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয়। আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে।’