বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পিতার জমি লিখে নিতে বহিরাগতদের দিয়ে হুমকির অভিযোগ

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৫ জানুয়ারি, ২০২৪ ২৩:১৯

বৃদ্ধ সাইজউদ্দিনে বলেন, ‘আমার জমিজমার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু বর্তমানে আমার ছেলেমেয়েদের মারমুখী আচরণের কারণে আমি বর্তমানে প্রাণনাশের ভয়ে আছি। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা দাবি করছি।’

নিজের সন্তানদের বিরুদ্ধে জমি ও ব্যবসা প্রতিষ্ঠান লিখে দিতে হুমকির অভিযোগ তুলেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের এক বৃদ্ধ ব্যবসায়ী।

বৃহস্পতিবার বিকেলে শহরের ডিআইটিতে আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের সামনে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন হাজী সাইজউদ্দিন নামে ৮৫ বছর বয়সী ওই বৃদ্ধ পিতা।

তার অভিযোগ, দ্বিতীয় স্ত্রী ও এক সন্তানকে বঞ্চিত করে সকল সম্পত্তি প্রয়াত প্রথম স্ত্রীর সন্তানদের নামে লিখে না দেয়ায় তাকে বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে। নারায়ণগঞ্জ শহরের প্রভাবশালী একটি মহলও তার প্রথম পক্ষের সন্তানদের পক্ষে তাকে হুমকি-ধমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে সাইজউদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার দ্বিতীয় স্ত্রী গুলনাহার বেগম। তিনি বলেন, ‘আমার স্বামী সাইজউদ্দিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকার বাসিন্দা এবং ওই এলাকার একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও কিডনিজনিত রোগে ভুগছেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। প্রথম পক্ষে তার ৬ মেয়ে ও ৩ ছেলে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে রয়েছে এক ছেলে। বার্ধক্যজনিত কারণে নিজের মালিকানাধীন টেক্সটাইল মিলটির দায়িত্বভার প্রথম স্ত্রীর সন্তানদের দিয়েছিলেন। কিন্তু ক্রমাগত লোকসান হওয়ার কারণে তিনি পরে নিজেই ব্যবসার সব কার্যক্রম ফের নিজে পরিচালনার দায়িত্ব নেন। কিন্তু গত কয়েক বছর যাবৎ তার জমি লিখে দিতে চাপ প্রয়োগ করতে থাকে প্রথম পক্ষের সন্তানরা। কিন্তু তা না দিলে সাইজউদ্দিন, তার দ্বিতীয় স্ত্রী ও ছেলেকে বাড়ি থেকে মারধর করে করে দিয়ে কারখানার যন্ত্রপাতি বিক্রি করে দেয় তারা।’

সাইজউদ্দিন বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের করে দেয়ার পর আমি একটি মামলা করি। বর্তমানে আমি সিদ্ধিরগঞ্জে দ্বিতীয় স্ত্রী ও ছেলের সঙ্গে শ্বশুরবাড়িতে থাকি। কিন্তু সেখানেও আমার প্রথম স্ত্রীর সন্তানরা সন্ত্রাসী পাঠিয়ে হুমকি-ধামকি দিচ্ছে।’

প্রথম পক্ষের সন্তানদের পক্ষ হয়ে তাকে হুমকি দেয়ার অভিযোগের তীর তিনি নিক্ষেপ করেছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক ও দলটির যুব সংগঠন জাতীয় যুব সংহতির জেলা কমিটির আহ্বায়ক রিপন ভাওয়াল ও এ দলের সিদ্বিরগঞ্জের নেতা তৈমুরের দিকে।

তিনি জানান, রিপন ও তৈমুর প্রয়াত সংসদ সদস্য একেএম নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী। তারা সাইজউদ্দিনকে শহরের কলেজ রোড এলাকায় নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমানের ব্যক্তিগত কার্যালয়েও দেখা করতে বলেন। সাইজউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সেখানে গেলে জমি প্রথম পক্ষের সন্তানদের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন তারা। পরে আগামী ২৭ জানুয়ারি আইনজীবীকে সঙ্গে নিয়ে পুনরায় ওই কার্যালয়ে যাওয়ার জন্যও তাকে বলা হয়েছে।

সাইজউদ্দিনে বলেন, ‘আমার জমিজমার বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে। কিন্তু বর্তমানে আমার ছেলেমেয়েদের মারমুখী আচরণের কারণে আমি বর্তমানে প্রাণনাশের ভয়ে আছি। প্রশাসনের কাছে আমি নিরাপত্তা দাবি করছি।’

এ বিষয়ে জানতে চাইলে জাপা নেতা রিপন ভাওয়াল তাদের চেনেন না বলে দাবি করেন।

তিনি বলেন, ‘ওনারা পারিবারিকভাবে মুরুব্বিদের নিয়ে পারভীন ভাবীর ওখানে বসেছিলেন। তখন অন্য একটা কাজে আমি সেখানে গিয়েছিলাম। তখনই তাদের প্রথম দেখি৷ তাদের পারিবারিক ব্যাপারের মধ্যে আমি কোনোভাবেই জড়িত নই।’

এ বিভাগের আরো খবর