বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রাস্তায় নামলে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হবে: হকার ইস্যুতে আইভী

  • প্রতিনিধি, নারায়ণগঞ্জ   
  • ২৫ জানুয়ারি, ২০২৪ ২৩:০১

মেয়র আইভী বলেন, ‘২০ বছরে নগরীর মানুষ জানে, আমি কী এবং কেমন। আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকব, অপেক্ষায় থাকব আপনাদের জন্য; আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই।’

নারায়ণগঞ্জ শহরের হকার ওঠাতে রাস্তায় নামতে হলে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

বৃহস্পতিবার বিকেলে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে থেকে পলিথিনবিরোধী একটি গণসচেতনতামূলক র‍্যালি শুরুর আগে তিনি এসব কথা বলেন।

এ সময় মেয়র আইভী বলেন, ‘নগরীর দুই নম্বর রেলগেট থেকে চাষাঢ়া পর্যন্ত ময়লা আর নোংরা পলিথিন। আমাদের (নারায়ণগঞ্জ–৫) আসনের এমপি সেলিম ওসমান সাহেবকে অনুরোধ করব, শহরের হকারের ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে। যেহেতু আপনারই ছোট ভাই (শামীম ওসমান) হকার বসিয়ে রেখেছেন। যদি না বলেন, তাহলে আমি যখন রাস্তায় নামব, তখন রক্তক্ষয়ী সংঘর্ষ হবে।’

তিনি বলেন, ‘২০ বছরে নগরীর মানুষ জানে, আমি কী এবং কেমন। আমি চাইলেই কী করতে পারি। আপাতত আমি স্টপ থাকব, অপেক্ষায় থাকব আপনাদের জন্য; আপনাদেরকে নিয়েই আমি কাজ করতে চাই। প্লাস্টিকে সারা নারায়ণগঞ্জ শহর সয়লাব। আমার ফুটপাত হকারের দখলে। হাজার বলেও দখল, উচ্ছেদ বন্ধ করতে পারিনি; কেন পারিনি তা আপনি জানেন। ২০১৮ সালে হয়ত মরেই যেতাম। আজ আপনারা আমার মৃত্যুবার্ষিকী পালন করতেন।’

শহরের টাকা বিভিন্ন মহলের পকেটে যায় উল্লেখ করে মেয়র বলেন, ‘শহরের হকাররা টাকা দেয় প্রশাসনকে, টাকা দেয় মাসলম্যানদের। কিন্তু ফুটপাত দিয়ে জনগণ হাঁটতে পারবে না কেন? প্রশাসন নিশ্চুপ কেন? যারা সংসদে গিয়ে বড় বড় কথা বলেন, তাদের নির্দেশে কেন আমাদের শহর এভাবে দখল করে নোংরা করবে। নারায়ণগঞ্জে সাধারণ মানুষ চুপ হয়ে গেছে। মধ্যবিত্ত মানুষ যখন চুপ থাকে তখন সমাজের মধ্যে অপরাধ বেড়ে যায়।’

সেলিনা বলেন, ‘আমার এখন ইচ্ছে করে ফুটপাত থেকে পলিথিনগুলো হকারদের সামনে কুড়িয়ে নিয়ে আসি। ওরা যে ফুটপাতে বিক্রি করে, ওখানে কেন একটা ব্যাগ রাখে না? ওই ব্যাগের মধ্যেই তো পলিথিন রাখতে পারে। আমাদের জনপ্রতিনিধির নির্দেশেই তারা বসেছে। আমি ওই জনপ্রতিনিধিকে অনুরোধ করব, ভাই বহুত হইছে। এখন সবকিছু বাদ দিয়া আসেন শহর ঠিক করি। শহরের মানুষের কল্যাণে কাজ করি।’

‘আমাদের নগর, আমরাই পরিষ্কার করবো’ স্লোগানে পলিথিনবিরোধী একটি গণসচেতনতামূলক র‍্যালির আয়োজন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস। কর্মসূচি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ১৬ জানুয়ারি ফুটপাত হকারমুক্ত রাখতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর নেতৃত্বে নগর ভবন থেকে পদযাত্রা বের হয়। পদযাত্রাটি চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এলে শামীম ওসমানের সমর্থক ও হকাররা মেয়রের ওপর হামলা চালান। সে সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে যুবলীগকর্মী নিয়াজুল ইসলামের অস্ত্র উঁচিয়ে মেয়র আইভীর দিকে তাক করার ভিডিও সারা দেশে আলোচনার সৃষ্টি করে।

এ বিভাগের আরো খবর