নওগাঁর পোরশা উপজেলায় মো. ইউনুস আলী হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার দুপুরে মামলার একমাত্র আসামি দর্জি মো. মফিজ উদ্দিনের বিরুদ্ধে এ রায় দিয়েছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি বিকেল ৩টার দিকে পোরশা উপজেলার সোমনগর গ্রামের ৫২ বছর বয়সী মো. ইউনুস আলী তার জ্যাকেটে চেইন লাগানোর জন্য পার্শ্ববর্তী সুতলী বাজারে দর্জি মো. মফিজ উদ্দিনের দোকানে যান। চেইন লাগানোর মজুরি হিসেবে দর্জি মফিজ উদ্দিন ৩০ টাকা দাবি করেন। কিন্তু ইউনুস ২০ টাকা দিতে চান। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দর্জি মফিজ উদ্দিন একটি বাঁশ দিয়ে ইউনুসের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত অবস্থায় ইউনুসকে স্থানীয় পল্লি চিকিৎসক বিপুলের নিকট নিয়ে যাওয়া হয়। ওই চিকিৎসক আহত ইউনুসের মাথায় সেলাই ও ব্যান্ডেজ করে দেয়ার পর বাসায় নেয়ার পথে তার মৃত্যু হয়।
পরে মৃত ইউনুস আলীর ছোট ভাই সোনাবর আলী পোরশা থানায় একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দর্জি মফিজ উদ্দিনের বিরুদ্ধে চার্জশিট গঠন করে বিচারের জন্য আদালতে প্রেরণ করেন।
বিভিন্ন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ ওই আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, নগদ ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ২ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। খবর বাসসের
রাষ্ট্রপক্ষে পিপি আব্দুল খালেক এবং আসামি পক্ষে দেওয়ান আবু হোসেন মামলাটি পরিচালনা করেন।