ময়মনসিংহের তারাকান্দায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা থাকা ট্রাকের পেছনে মহেন্দ্র গাড়ির ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ৬টার দিকে শেরপুর-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে উপজেলার খামার বাজার এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন মহেন্দ্রর চালকসহ আরও তিনজন।
নিহত ৩০ বছর বয়সী আনিছুর রহমান ফুলপুর উপজেলার বালিয়া গ্রামের নূরল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াজেদ আলী।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মহেন্দ্র গাড়িটি ফুলপুরের দিকে যাচ্ছিল। সকাল ৬টার দিকে তারাকান্দার খামার বাজার এলাকায় আসতেই যান্ত্রিক ত্রুটির কারণে সড়কের পাশে দাঁড় করানো ট্রাকের পেছনে ধাক্কা দেয় এটি। এতে মহেন্দ্র গাড়িটি দুমড়েমুচড়ে গিয়ে যাত্রী আনিছুর রহমানের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
ওসি জানান, এ সময় স্থানীয়রা চালকসহ গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।