খাগড়াছড়ির মহালছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) দুজন সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উপজেলার দুর্গম দূরছড়ি এলাকায় বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো দুইজন হলেন রবি কুমার চাকমা ও শান্ত চাকমা ওরফে বিমল। এ ছাড়াও রহিন্তু চাকমা ওরফে টিপন নামের একজন এ ঘটনায় নিখোঁজ রয়েছেন।
মহালছড়ি থানার ওসি নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গুলিতে দুজন মারা গেছেন, তবে কাদের সঙ্গে গোলাগুলি হয়েছে তা জানা যায়নি।
ইউপিডিফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানান, খাগড়াছড়ির মহালছড়ির সীমান্তবর্তী দূরছড়ি গ্রামে দুটি পাহাড়ি আঞ্চলিক সংগঠনের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় ইউপিডিএফের দুই সদস্য নিহত হন।
ঘটনার জন্য প্রতিপক্ষ সংস্কারপন্থীদের দায়ী করেন এ ইউপিডিএফ নেতা।
এ ঘটনায় তদন্ত চলছে বলে জানান ওসি নাসির উদ্দিন।