পাবনার সাঁথিয়া উপজেলায় সিএনজি চালিত অটোরিকশায় ট্রলির ধাক্কা লেগে একজন নিহত হয়েছেন।
উপজেলার পাবনা-সাঁথিয়া আঞ্চলিক সড়কের পাঁচ ধোপাদহ নামক স্থানে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রাণ হারানো ৬২ বছর বয়সী ইসলাম হোসেন উপজেলার ঠহরজনি গ্রামের প্রয়াত জাহীদ আলীর ছেলে। এ ঘটনায় আহত হন একই গ্রামের সামাদ সরদার। তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ওসি আনোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পাবনা থেকে সাঁথিয়ার দিকে আসা সিএনজি ও বিপরীত দিক থেকে আসা ট্রলি ঘটনাস্থলে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। হাসপাতালে নেয়ার পথে ইসলাম হোসেনের মৃত্যু হয়।’
ট্রলির চালক পলাতক আছেন। নিহতের পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।