বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

খুলনায় দুর্বৃত্তের গুলিতে ১৬ মামলার আসামি নিহত

  • প্রতিবেদক, খুলনা   
  • ২৩ জানুয়ারি, ২০২৪ ২২:৪৩

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিকুর ও জাহিদ ময়লাপোতা এলাকায় চায়ের দোকানে বসে আড্ডা দেয়ার সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। সাদিকুর ঘটনাস্থলেই নিহত হন। গুলিবিদ্ধ জাহিদ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

খুলনা মহানগরের ময়লাপোতা এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাদিকুর রহমান ওরফে বিহারী রানা নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ওই ঘটনায় জাহিদ হাসান নামে আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ মর্গে নেয়া হয়েছে। গুলিবিদ্ধ জাহিদও একই হাসপাতালে চিকিৎসাধীন।

হতাহতদের বাড়ি খুলনা নগরের দেবেন বাবু সড়কে। নিহত সাদিকুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, চুরিসহ ১৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাদিকুর ও জাহিদ আহছান উল্লাহ কলেজের সামনের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে সাদিকুর ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বিশেষ শাখার পুলিশ সুপার রাশিদা বেগম। তিনি বলেন, ‘কেন ও কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও জানা যায়নি। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক বলেন, ‘রানার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, মাদক, চুরিসহ ১৬টি মামলা রয়েছে। কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পায় রানা। তবে কী কারণে কারা তাকে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

এ বিভাগের আরো খবর