কুমিল্লায় পাসপোর্ট দালাল চক্রের ১৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। ওই সময় তাদের কাছ থেকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ, মোবাইল ফোনসহ নগদ অর্থ উদ্ধার করা হয়।
নোয়াপাড়া পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ১১-এর কমান্ডার স্কোয়াড্রন লিডার কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দালালরা পাসপোর্ট করে দেয়ার আশ্বাস দিয়ে প্রতারণা করছে এমন বেশ কয়েকটি লিখিত অভিযোগ পাওয়া যায়। পরে ২২ জানুয়ারি নোয়াপাড়া পাসপোর্ট অফিস এলাকায় সোমবার দিনভর অভিযান পরিচালনা করে হোতাসহ ১৪ জনকে আটক করা হয়।’
পাসপোর্ট প্রতারণার মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।
গ্রেপ্তার ১৪ জন হলেন সাব্বির হোসেন, সাফি মাহমুদ, সুজন, তানজিদ হাসান, জয়নাল আবেদীন, ইমরুল হক, মো. আলী, শাহাদাত হোসেন প্রিন্স, মোশারফ হোসেন সাকিব, মো. রনি, ফয়সাল আহমেদ ইমন, জহির আহম্মেদ, পারভেজ ও সিয়ামুল ইসলাম সৈকত।
র্যাব কর্মকর্তা মুনিরুল জানান, প্রাথমিক অনুসন্ধান ও জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সবাই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। তারা দীর্ঘদিন ধরে পাসপোর্ট তৈরি করে দেয়ার নামে একাধিক লোকের কাছ থেকে সরকার নির্ধারিত রেটের অধিক পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।