বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্রিজের পিলারে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

  • প্রতিনিধি, কিশোরগঞ্জ   
  • ২২ জানুয়ারি, ২০২৪ ১৯:২৮

মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব জানান, ঢাকী ব্রিজের দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইড পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ছাড়াও একজনকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জের মিঠামইনে মোটটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সাইড পিলারে ধাক্কা লেগে দু’জন নিহত হয়েছেন। উপজেলার ঢাকী ব্রিজে সোমবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মিঠামইন উপজেলার চানপুর গ্রামের আতাউর রহমানের ছেলে ২৫ বছর বয়সী ইয়াছিন ও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে ২০ বছর বয়সী আমীর আলী।

এই দুর্ঘটনায় মিঠামইন ঘাগড়া ইউনিয়নের দায়হাটি এলাকার মিজানুর রহমান নামে একজন গুরুতর আহত হয়েছেন।

মিঠামইন থানার ওসি মোহাম্মদ আহসান হাবীব জানান, ঢাকী ব্রিজের দক্ষিণ পাশে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাইড পিলারে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ছাড়াও একজনকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরো খবর