চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- লোহাগাড়ার পদুয়া এলাকার জালাল আহমদের ৪০ বছর বয়সী ছেলে মো. আবছার, চুনতি এলাকার আব্দুল কাদেরের ২৫ বছর বয়সী ছেলে জুবায়ের এবং রাঙ্গুনিয়া থানার মো. বাবুলের ২৭ বছর বয়সী ছেলে মো. জাহেদ।
ওসি খান মোহাম্মদ এরফান বলেন, ‘বিকেলে পদুয়ার নয়াহাটে চট্টগ্রাম শহরমুখী একটি মোটরসাইকেলকে পেছন থেকে দ্রুতগতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনজনই রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।’
ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।